ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কোম্পানীগঞ্জে গণপিটুনিতে নিহতের ঘটনায় ২টি মামলা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, শুক্রবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে খামার থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মোশাররফ হোসেন রিপন (৩৮) নামে এক যুবক গণপিটুনিতে নিহতের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গত বুধবার রাতে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অপরদিকে খামারের মালিক মো. জাকির হোসেন বাদী হয়ে ৪-৫ জনকে আসামি করে একটি চুরির মামলা দায়ের করেছেন।  উল্লেখ্য, গত বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনতলা সংলগ্ন আবুল বাশার মিয়ার বাড়ির জাকির হোসেনের গরুর খামার থেকে ৪টি গরুর বাছুর ও একই গ্রামের নুর উদ্দিনের গরুর খামার থেকে ৪টি গরুর বাছুরসহ মোট ৮টি গরুর বাছুর চুরি করে সংঘবদ্ধ গরু চোরের দল। গরু চুরি করে লেগুনাযোগে পালিয়ে যাওয়ার সময় একই এলাকার আবুল হাসেমের ছেলে মো. বাদশাসহ কয়েকজন গরুর মালিক বিষয়টি টের পেয়ে চারিদিকে ফোন করে। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকার সাদ্দামের দোকানের সামনে ট্রাক্টর দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়।  ব্যারিকেডের মুখে স্থানীয় লোকজন চোরাই গরু ভর্তি গাড়িটি আটক করে। ওই সময় গাড়িতে থাকা ৪ জন গরু চোরের মধ্যে অন্ধকারে ৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও রিপনকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে রিপন ঘটনাস্থলে মারা যায়।

বিজ্ঞাপন
 এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান রহমান জানান, এ ঘটনায় থানায় ১টি হত্যা মামলা ও ১টি চুরির ঘটনার তদন্ত চলছে। অচিরে আমরা প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status