বাংলারজমিন
সিলেটে যুবলীগ নেতা টিটু চৌধুরীর স্মরণে শোকসভা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১২ আগস্ট ২০২২, শুক্রবারশাল্লার কৃতি সন্তান ও সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটস্থ শাল্লা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর মদিনা মার্কেটস্থ একটি কমিউনিটি সেন্টারে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে ও সিলেটস্থ শাল্লা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাশের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়ের চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, শাল্ল¬া উপজেলা আওয়ামী লীগ নেতা রবিন চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা জয়নাল আবেদীন ডায়মন্ড, ব্যাংকার নীলেন্দু দাস সুমন, মন্জু মহালদার, যুবলীগ নেতা শহীদ আকিব অপু, শাল্লা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লীগের সদস্য সচিব অজয় তালুকদার, সিলেট মহানগর যুবলীগ নেতা রাফিউল করিম মাসুম, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিজয় কৃষ্ণ দাশ, প্রনব চৌধুরী, কাওসার উদ্দিন, পাণ্ডব চন্দ্র দাশ, সাকলাইন সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন জেনাউর সাফি ও গীতা পাঠ করেন ধ্রুব রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিমকর তালুকদার বাঁধন। উল্লেখ্য, গত ১৮ই জুন বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতা টিটু চৌধুরী মারা যান।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]