ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

যে শঙ্কায় আর্জেন্টিনার বিপক্ষে পণ্ড হওয়া ম্যাচটি খেলতে চায় না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, শুক্রবার
mzamin

স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জেরে পণ্ড হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফা। তবে বিশ্বকাপের আগে চোট ও নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় ম্যাচটি খেলতে চায় না ব্রাজিল। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এপি। গত সেপ্টেম্বরে সাও পাওলোয় ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের বয়স ১০ মিনিট গড়ানোর আগেই খেলাটি থেমে যায়। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা ৪ আর্জেন্টাইনকে ধরতে ম্যাচের মধ্যেই মাঠে ঢুকে পড়ে ব্রাজিলিয়ান স্বাস্থ্য বিভাগের (আনভিসা) কর্মীরা। এরপর ম্যাচ না খেলেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা দল। আগামী সেপ্টেম্বরের মধ্যে ফিফা সেই ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দেয়। তবে ম্যাচটি খেলতে ব্রাজিল-আর্জেন্টিনা উভয় দলের ফুটবল ফেডারেশনই অনীহা প্রকাশ করে। এমনকি সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট ফর আরবিট্রেশন অব স্পোর্টে (সিএএস) আপিল করে তারা। আগস্টে তার রায় হওয়ার কথা। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ব্রাজিল কোচ তিতে বিশ্বকাপের আগে চোট ও নিষেধাজ্ঞার শঙ্কায় ম্যাচটি খেলতে আগ্রহী নন। এছাড়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) ম্যাচটি খেলতে চায় না। সিবিএফের ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘কোচ তিতে এবং সমন্বয়ক জুনিনহো পউলিস্তার অনুরোধের প্রেক্ষিতে সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ ম্যাচটি বাতিল করার চেষ্টা করবেন।’ সিবিএফের বিশ্বাস, ম্যাচটি বাতিল করতে ফিফা এবং এএফএ এক মত পোষণ করবে। সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ বলেন, ‘এই ম্যাচটি বাতিলের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করব আমরা। আমি আমাদের কোচিং স্টাফদের অনুরোধ রক্ষার চেষ্টা করব।’ বিশ্বকাপের আগে খেলোয়াড়দের বিষয়ে কোচদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিচ্ছেন এদনালদো। তিনি বলেন, ‘কাতার বিশ্বকাপ আমাদের প্রথম প্রাধান্য। যদি কোচরা ম্যাচটির বিরোধিতা করেন, তবে সেটি না খেলার চেষ্টা করব আমরা।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status