খেলা
যে শঙ্কায় আর্জেন্টিনার বিপক্ষে পণ্ড হওয়া ম্যাচটি খেলতে চায় না ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, শুক্রবার
স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জেরে পণ্ড হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফা। তবে বিশ্বকাপের আগে চোট ও নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় ম্যাচটি খেলতে চায় না ব্রাজিল। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এপি। গত সেপ্টেম্বরে সাও পাওলোয় ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের বয়স ১০ মিনিট গড়ানোর আগেই খেলাটি থেমে যায়। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা ৪ আর্জেন্টাইনকে ধরতে ম্যাচের মধ্যেই মাঠে ঢুকে পড়ে ব্রাজিলিয়ান স্বাস্থ্য বিভাগের (আনভিসা) কর্মীরা। এরপর ম্যাচ না খেলেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা দল। আগামী সেপ্টেম্বরের মধ্যে ফিফা সেই ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দেয়। তবে ম্যাচটি খেলতে ব্রাজিল-আর্জেন্টিনা উভয় দলের ফুটবল ফেডারেশনই অনীহা প্রকাশ করে।