খেলা
দ্য হান্ড্রেডে প্রথম হান্ড্রেড স্মিডের
স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, শুক্রবার
১শ’ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে প্রথম শতরান করলেন বার্মিংহাম ফিনিক্সের উইলিয়াম স্মিড। বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় আসরের ৮ম ম্যাচে সাউদার্ন ব্রেইভের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান তিনি। ওপেনিংয়ে নেমে ৫০ বলে ৮ চার ও ছয় ছক্কার মারে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন স্মিড। ক্রিকেটের যেকোনো সংস্করণে এটিই ইংলিশ তরুণের প্রথম সেঞ্চুরি। আর দ্য হান্ড্রেডের প্রথম সেঞ্চুরিয়ানও তিনি। এর আগে টুর্নামেন্টের এক ম্যাচে সর্বোচ্চ রানের মালিক ছিলেন বার্মিংহামেরই আরেক ব্যাটার লিয়াম লিভিংস্টোন। গত আসরে ৯২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। স্মিডের সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৭৬ রান তোলে বার্মিংহ্যাম ফিনিক্স। জবাবে ৮৫ বলে ১২৩ রান করে অলআউট হয় সাউদার্ন ব্রেইভ। টসে হেরে ব্যাট করতে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় বার্মিংহ্যাম। ওপেনার ক্রিস বেঞ্জামিন ১২ বলে ১৭ রান করে ফেরেন। অধিনায়ক মঈন আলীও ১৭ রান করেন। লিভিংস্টোন ২১ রান, ম্যাথু ওয়েড ১০ রান করেন। সেঞ্চুরিয়ান উইল স্মিডের সঙ্গে ১ রানে অপরাজিত ছিলেন মাইলস হ্যামোন্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউদার্ন ব্রেইভ। দলীয় সর্বোচ্চ রান আসে অ্যালেক্স ডেভিসের ব্যাট থেকে। ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন তিনি। অধিনায়ক জেমস ভিন্স ১৭, কুইন্টন ডি কক ১৫, রস হোয়াইটলি ১৮ রান করেন, ক্রিস জর্ডান ১৫ রান করেন।