ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদ থাকে: দুলু

নাটোর প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৬:১২ অপরাহ্ন

mzamin

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দুদের ওপর নির্যাতন হয় আর বিএনপি থাকলে হিন্দুরা নিরাপদ থাকে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার  নাটোর শহরের পিলকানা স্বর্ণপট্টি এলাকায় শ্রী মন মহা প্রভুর বাৎসরিক ভোগ মহোৎসবে তিনি এ মন্তব্য করেন। 
রুহুল কুদ্দুস তালুকদার দুল বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই কিন্তু হিন্দু ভাইদের জায়গা, জমি, বাড়ি, চাঁদাবাজি ও দখল দারিত্ব করেছে। আমি আপনাদের বলছি, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা সব থেকে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু ২০০৮ থেকে শুরু করে এই ২০২৪ সাল পর্যন্ত খুব কষ্টের মধ্যে ছিলেন। 
তিনি বলেন, আমার দল. আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে থাকবেন। এখানে হিন্দু-মুসলমান কোন ভেদাভেদ নেই, আমরা ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নাটোরে সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই। 
এসময় বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status