প্রথম পাতা
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী রোববার তার ঢাকা আসার কথা ছিল। সমপ্রতি কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে এ সফর স্থগিত করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৭ থেকে ২৮শে এপ্রিল বাংলাদেশ সফরে আসতে পারছেন না। সফরের পরবর্তী তারিখ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
ইসহাক দারের সফরে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। এই বৈঠক ঘিরে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি ছিল।
গত ১৭ই এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা সফর করেন। ওই সময় মন্ত্রী পর্যায়ের সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।