ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

জামায়াত নেতা আজহারুলের আপিল শুনানি পেছালো

স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

মানবতাবিরোধী অপরাধের মামলায়  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে আগামী ৬ই মে ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগের কার্যতালিকায় আজহারের আপিল শুনানি শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। তবে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের এখনো মুক্তি না পাওয়ায় ব্যথিত হয়েছেন বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে তিনি হতাশ নন। আদালতে আজহারুলের পক্ষে ছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। সকালে আপিল শুনতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ জামায়াতপন্থি আইনজীবীরা আপিল বিভাগে উপস্থিত ছিলেন। পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি বললেন, মামলার গুণাগুণ বিশ্লেষণে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। আজকে ছিল চারজনের বেঞ্চ। এখন আপিল বিভাগে আছে মোট সাতজন। এজন্য গুরুত্ব বিবেচনায়, আইনি ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় মামলাটি আগামী ৬ই মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এক নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। তিনি বলেন, আগে রায় দিয়েছিলেন ৫ জন বিচারপতি। আজকে ছিলেন চারজন। 
এজন্য ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে এবং সঠিকভাবে যেন নিষ্পত্তি হয়, তাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার হলে আমরা বিশ্বাস করি, আজহারুল ইসলাম ফাঁসির দণ্ড থেকে রেহাই পেতেন। যারা দেশে-বিদেশে এ বিষয়ে আবেগ প্রকাশ করছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা আশাবাদী, আগামী শুনানিতে ইতিবাচক কিছু দেখতে পাবো।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status