ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ইসি’র জবাবদিহিতার বিধান থাকা দরকার: সাইফুল হক

স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৫, বুধবার

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধিমালা চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ ছাড়া ইসিকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার বলেও মনে করেন এই নেতা। গতকাল সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 
সাইফুল হক বলেন, ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনো পাবলিক করেনি। আজ আমরা আচরণবিধির বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি। আমরা বলেছি, একতরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলাপরামর্শ করে, বিচার-বিবেচনা আমলে নিয়ে এটা প্রণয়ন করে, তাহলে এটার একধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে। তিনি বলেন, স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি’র ক্ষমতার প্রয়োগ দেখতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি’র ক্ষমতাকে কীভাবে বাড়ানো যায়, সক্ষমতা বাড়ানোর পরামর্শ হাজির করেছি। একই সঙ্গে বলেছি, ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার।
সাইফুল হক আরও বলেন, নির্বাচনটা করেন ডিসি, এসপি, ওসিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এখানে নির্বাচনী ব্যবস্থায় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। জনবল বাড়িয়ে ইসি’র নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের এখানে যদি ফেরেশতাও বসিয়ে দিই, ইসি আসলে কোনো ভালো নির্বাচন করতে পারবে না। এটা যৌথ অর্কেস্ট্রার মতো। তিনি আশা প্রকাশ করে বলেন, এখানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা বিশ্বাস করি অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান। যেহেতু তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকার কথা নয়। অন্তর্বর্তী সরকারের সর্বাত্মক আন্তরিকতা, ইসি, রাজনৈতিক দল ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণের সচেতন ভূমিকার মধ্যদিয়ে আমরা ত্রয়োদশ সংসদের অর্থপূর্ণ কার্যকর নির্বাচন দেখতে পাবো। তিনি বলেন, ইসি ইতিমধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছে। আমরা জানতে পেরেছি ডিসেম্বরকে লক্ষ্য ধরে নিয়ে তারা প্রস্তুতি অব্যাহত রেখেছে। আমরা বলেছি, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ, আলাপ-আলোচনা করে নিশ্চয়ই অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করবেন। নির্বাচনের সূচি বা শিডিউল ইসিকে ঘোষণা করতে হবে।  ইসি স্বল্পতম সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করলে মানুষ সাধুবাদ জানাবে বলে মনে করেন তিনি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status