দেশ বিদেশ
মহানবীকে কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৫, বুধবারহযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। গতকাল দুপুরে তেজগাঁওয়ের নাবিস্কোর সামনের সড়ক অবরোধ করেন তারা। জানা যায়, কোহিনূর কেমিক্যাল কোম্পানির এক কর্মীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তিব্বত ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা। বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে স্ল্লোগান দিতে থাকেন। এতে দুই দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা জানান, রোববার অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভে নামেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি অভিযুক্ত ব্যক্তিকে চাকরি থেকে বহিষ্কার করেছে এবং তাকে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে। তবে বিক্ষোভকারীদের অভিযুক্ত ব্যক্তির ফাঁসি ও প্রকাশ্যে জুতার মালা পরিয়ে কোম্পানি থেকে বের করার দাবি জানিয়ে সড়কে অবস্থান অব্যাহত রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, বিক্ষোভের কারণে উত্তরা-কাকলী-বনানী হয়ে মহাখালী থেকে তেজগাঁও এবং তেজগাঁও থেকে মহাখালী টার্মিনাল হয়ে উত্তরাগামী সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে। বিকল্প রুট হিসেবে আমতলী হয়ে মহাখালী রেলক্রসিং ও জাহাঙ্গীর গেট রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। এসময় মহাখালী থেকে উত্তরা ও বনানী অভিমুখী রুটে যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগ।