প্রথম পাতা
শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’
স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীনস্থ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এতে তাদের এনআইডি দিয়ে আর কোনো সেবা মিলবে না। এখন আর তাদের এনআইডি ভ্যারিফাই করার
সুযোগ থাকবে না। এনআইডি লক করা দশ ব্যক্তি হলেন-শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক (শেখ রেহানা), টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। গত ১৬ই ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে তালিকাভুক্ত এই ১০ জনের এনআইডি লক করা হয়। চিঠিতে সই করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। এতে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের মৌখিক নির্দেশে এই ১০ জনের এনআইডি লক করা হলো।
নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হলো, এর তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এ ছাড়া মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিপিআইপি অনেকের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ অপব্যবহার করতে না পারে। তাদের অনুরোধে আবার আনলকও করা হয়।
পাঠকের মতামত
এনআইডি বাতিল করে কি লাভ হবে এরাতো সবাই বিভিন্ন দেশের নাগরিক। বাংলাদেশে অবশ্যই দ্বৈত নাগরীকত্ব বাতিল করা উচিৎ।