বিশ্বজমিন
কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা, ৩ সেনা নিহত
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৪ পূর্বাহ্ন

ভারতের জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর একটি ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে অন্তত তিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুই জন। পাল্টা হামলায় বিচ্ছিন্নতাবাদীদের দুই সদস্যও নিহত হয়েছে। কাশ্মীরের রাজৌরি জেলায় পারগল সেনা ক্যাম্পের কাছে ওই সংঘাত হয়। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে জানানো হয়, বৃহস্পতিবার বিচ্ছিন্নতাবাদীরা সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে এবং সেনাদের উপরে হামলা চালায়। এর পরেই পাল্টা গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এতে দুই গেরিলা নিহত হয়। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে সেনাবাহিনীর তিন জওয়ানও নিহত হয়েছে। হামলাকারীরা আত্মঘাতী ছিল বলেও জানা যাচ্ছে। হামলার পর থেকেই আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। রাজৌরি জেলাকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ করা হলেও গত ছয় মাস ধরে সেখানে একের পর এক হামলা চলছেই।
সর্বশেষ হামলায় নিহত সেনারা হচ্ছেন, সুবেদার রাজেন্দ্র প্রাসাদ, রাইফেলম্যান মানোজ কুমার এবং রাইফেলম্যান লক্ষণ। এ নিয়ে একটি টুইটে নিহতের পরিবারের প্রতি শোক জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস। এ হামলার জন্য লস্কর-ই-তৈয়বাকে দায়ি করছে পুলিশ। এর আগে বুধবার মধ্য কাশ্মীরের বাডগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্করের তিন জঙ্গি নিহত হয়।