ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

গাজীপুরে সরকারি হাসপাতালের স্টোরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ওষুধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২১ এপ্রিল ২০২৫, সোমবার

বিনামূল্যে সরকারি ওষুধ নেয়ার জন্য যেখানে অসহায় ও দরিদ্র মানুষের লাইন পড়ে থাকে সেখানে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ লাখ লাখ টাকার সরকারি ওষুধ পড়ে রয়েছে স্টোরে। ট্যাবলেট, সিরাপ ও অ্যান্টিবায়োটিকসহ দামি দামি নানা ধরনের ওষুধ রয়েছে এই তালিকায়। কার্টন ও প্যাকেট ভর্তি বিপুল পরিমাণের ওষুধের স্তূপ পড়ে রয়েছে দুটি রুম জুড়ে।? ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ওষুধের মধ্যে গত বছর এবং আরও কয়েক বছর আগের মেয়াদোত্তীর্ণ ওষুধও রয়েছে। অথচ এই হাসপাতালটি বিগত সরকারের সময় দুবার সারা দেশের মধ্যে সেবা দেয়ার দিক থেকে প্রথম স্থান অর্জন করেছিল। যেখানে হাসপাতাল থেকে বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা সম্ভব হয় না, সেখানে এত বিপুল পরিমাণের ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে থাকায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, বিগত সময়ের স্টোর কিপারের দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি ঠিকমতো দায়িত্ব পালন না করায় তাকে বারবার শোকজ করে পরে গত ডিসেম্বরে অন্যত্র বদলি করা হয়েছে। বদলি হওয়ার পরও তিনি রেজিস্টারসহ দায়িত্ব বুঝিয়ে দেননি। আন অফিসিয়াল একটা স্টোরে আব্দুর রাজ্জাক ওই ওষুধ পত্রগুলো রেখেছিলেন, যেগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে। ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি সম্প্রতি তারা জানতে পেরেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status