ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান

স্টাফ রিপোর্টার
২১ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নতুন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সুফিউর রহমান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে বলা হয়, বিশেষ সহকারী পদে থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। সুফিউর রহমান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। গত আওয়ামী লীগের শাসনামলে তিনি চার দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৯১ সালের জানুয়ারিতে সরকারি চাকরিতে যোগ দেন। সুফিউর রহমান ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বে ছিলেন। সুফিউর রহমান অবসরে যাওয়ার পর গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স’র (এসআইপিজি) সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করছিলেন।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status