দেশ বিদেশ
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা
আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির আদেশ চ্যালেঞ্জ করে রিট
স্টাফ রিপোর্টার
২১ এপ্রিল ২০২৫, সোমবারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে এ রিট আবেদনটি করেন। পরে আইনজীবী মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পুলিশের অফিস আদেশের কপি সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৭ জনকে বিবাদী করা হয়েছে। রিটটি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।
গত ৯ই এপ্রিল বাংলাদেশ পুলিশের এক অফিস আদেশে বলা হয়, ‘বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারনামীয় আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারনামীয় কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের নিমিত্তে উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম/বাণী/প্রত্যক্ষদর্শী সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও/অডিও/স্থির চিত্র ও সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বৈষম্যবিরোধী মামলার এজাহারনামীয় কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামি গ্রেপ্তার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’