ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ডিসেম্বর নির্বাচন ইস্যুতে বিএনপি গণঅধিকার পরিষদের ঐকমত্য

স্টাফ রিপোর্টার
২১ এপ্রিল ২০২৫, সোমবার

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের ইস্যুতে ঐকমত্য হয়েছেন বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতারা। এজন্য দুই-একমাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার করে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। তারা মনে করছেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে সেসব সংস্কার আগামী ডিসেম্বরের আগে করা সম্ভব। যেগুলো করা সম্ভব হবে না, সেগুলো জাতীয় সনদ আকারে সব দলের নির্বাচনী প্রতিশ্রুতি থাকবে। যারাই ক্ষমতায় আসবে তারা ওইসব সংস্কার বাস্তবায়ন করবেন। তবে এই সংস্কারকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো অজুহাত তারা মানবেন না। রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র লিয়াজোঁ কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে বিএনপি’র পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। ওদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বৈঠকে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। বৈঠক শেষে আমির খসরু বলেন, সবাই বলছে, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে। কোথায় কোথায় ঐকমত্য হয়েছে, সেটা নির্ধারণ করার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না। সেটা নির্ধারণ করে যেখানে ঐকমত্য হয়েছে, সেই ঐকমত্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদে সই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা অত্যন্ত প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ডিসেম্বর পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ে না। নুরুল হক নুর বলেন, এখন পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয়নি। কাজেই আমরা মনে করি যে, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। এখনো দেশে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে। সেক্ষেত্রে একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। প্রধান উপদেষ্টা এক সম্মানিত ব্যক্তি। জাতির ক্রান্তিলগ্নে তিনি হাল ধরেছেন। আমরা তাকে সম্মান জানাই। এই সরকারকে আমরা সহযোগিতা করছি। দেশ ও গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের পরে নির্বাচনে গেলে সেটা আরও একটা সংকট তৈরি করতে পারে। তিনি বলেন, ছাত্রদের একটি অংশ সরকারে গেছে, সেটাকেও আমরা সমর্থন করেছি। এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য ওই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। বিএনপি’র সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন কিংবা প্রধান উপদেষ্টা যদি এ বিষয়ে ব্যবস্থা না নেন, তাহলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে কর্মসূচি দেয়া হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status