ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

‘ওরা ১১ জন’ মুক্তির ৫০ বছর চ্যানেল আইতে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার
১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
mzamin

স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর মুক্তির ৫০ বছরপূর্তি আজ। ঐতিহাসিক এই চলচ্চিত্রটি এখন বাংলাদেশের সবচাইতে বড় দুর্লভ চলচ্চিত্রের আর্কাইভ চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভুক্ত। চলচ্চিত্রটির প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ এর চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভুক্তি এবং মুক্তির ৫০ বছরপূর্তি উপলক্ষে আজ দিনব্যাপী থাকছে চ্যানেল আই-এর পর্দায় নানা আয়োজন। এ ধারাবাহিকতায় আজ সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’তে থাকবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে ব্যবহৃত দেশাত্মবোধক গানের পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে বিশিষ্ট নির্মাতা, লেখক এবং নাট্যকার অরুণ চৌধুরীর উপস্থাপনায় ‘বিশেষ ২৫ মিনিট’ প্রচার হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় দেখানো হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফ্রেশ-প্রিমিয়ামটি তারকাকথন-এর বিশেষ পর্ব। দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে চ্যানেল আই’র নিয়মিত আয়োজন ‘এবং সিনেমার গান’-এ ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের গান। দুপুর ৩টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ওরা ১১ জন’র বিশেষ প্রদর্শনী।

বিজ্ঞাপন
চলচ্চিত্রটি প্রদর্শনীর পরপরই প্রচার হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়শিল্পী চিত্রনায়িকা নূতন-এর অংশগ্রহণে আবদুর রহমান-এর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status