অনলাইন
উখিয়ায় সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
(২২ ঘন্টা আগে) ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

আব্দুল্লাহ আল মামুন।
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও বোন শাহিনা বেগম। এর মধ্যে মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকালে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘আপন চাচাত ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। পরে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন রয়েছেন। বাকি দু’জন মান্নান ও তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাত ভাই-বোন।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কাজ চলমান রয়েছে, বিস্তারিত পরে বলা যাবে।’
পাঠকের মতামত
মানুষ দিন দিন হিংস্র হায়েনা হয়ে উঠছে।এতো হিংস্রতা,এতো পাষন্ডতা মানুষে মানুষে।নিহতদের মাগফেরাত কামনা করছি।হত্যাকারী মানুষ রুপী হিংস্র হায়েনাদেরকে আইনের খাঁচায় বন্দী করার জোর দাবী জানাচ্ছি।
স্বাধীনতার নামে ছোট ছোট টুকরো করে অল্পস্থানে অধিক লোকের বসবাস। খুনোখুনি তো চলবে। আরো ভয়াবহ হবে।
সামান্য দেয়ালের সীমানা নিয়ে এতবড় হত্যাকান্ড হতে পারে না। এটি পরিকল্পিত হত্যাকান্ড ভালভাবে ক্ষতিয়ে দেখা দরকার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সাস্থি দ্রুত নিশ্চিত করতে হবে।