অনলাইন
আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার
(১১ ঘন্টা আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ১:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে।
শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুরো এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়েছে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জাজিরা থানার ওসি দুলাল আখন্দ মানবজমিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অভিযান চলমান রয়েছে। এখন পরিস্থিতি শান্ত। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি।