ঢাকা, ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

জানালো মোদি সরকার

চলতি বছরে এখন পর্যন্ত ৬৮২ জন ভারতীয়কে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছে

মানবজমিন ডিজিটাল

(১২ ঘন্টা আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

দ্বিতীয়বার মসনদে বসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। চলতি বছরে কয়েক দফায় আমেরিকা থেকে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানো হয়েছে। লোকসভায় ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এর মধ্যে বেশির ভাগই অবৈধভাবে সেদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভারতীয়দের মধ্যে বেশিরভাগকেই মার্কিন সীমান্তে আটক করা হয়েছিল। তারপর নথি যাচাইয়ের পর সেখান থেকেই ভারতে ফেরত পাঠানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, অবৈধ অভিবাসন এবং মানব পাচার সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে সরকার। শুধু তা-ই নয়, অপরাধমূলক এবং অবৈধ অভিবাসন চক্রের বিরুদ্ধে কেন্দ্র কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানান কীর্তি। তিনি আরও জানান, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারেরা যাতে আমেরিকায় যাতায়াতে কোনও সমস্যায় না পড়েন, সেই দিকেও নরেন্দ্র মোদি সরকার নজর রেখেছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনটি পৃথক বিমানে ৩৩৩ জন অবৈধবাসী ভারতীয়কে ভারতে পাঠিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ। এ ছাড়াও, বাণিজ্যিক বিমানে পানামা থেকে ৫৫ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছে। পাশাপাশি, মার্কিন হেফাজতে থাকা ২৯৫ জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন সে দেশের কর্তৃপক্ষ। বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষ সেই সব তথ্য যাচাই করে দেখছেন।

সূত্র : ইকোনোমিক টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status