ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

তৃতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জল্পনা উস্কে দিলেন ট্রাম্প

মানবজমিন ডিজিটাল

(২ দিন আগে) ৩১ মার্চ ২০২৫, সোমবার, ৬:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন

mzamin

তৃতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার জল্পনা হাওয়ায় ভাসিয়ে দিলেন ডনাল্ড ট্রাম্প। একটি টেলিভিশন সাক্ষাত্কারে তিনি জোর দিয়ে বলেছেন যে,  সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও বিষয়টি নিয়ে তিনি মজা করছেন না। রবিবার আমেরিকার ‘এনবিসি নিউজকে’ ফোনে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে ক্রিস্টেন ওয়েল্কার তার কাছে জানতে চান, তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ট্রাম্পের রয়েছে কি না। প্রশ্নটি কার্যত লুফে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “না, আমি মজা করছি না। কিন্তু এটা নিয়ে এখনই ভাবনাচিন্তা করা বড্ড তাড়াহুড়ো হয়ে যাবে।” একই সঙ্গে ট্রাম্প বলেন, “উপায় আছে (তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার জন্য), যা আপনি অবলম্বন করতে পারেন। আপনি সেটা জানেন।”

মার্কিন সংবিধানের ২২ তম সংশোধনীর অধীনে, কোনও ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট  পদে নির্বাচিত হতে পারবেন না।  ১৯৫১ সালে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের  চার-মেয়াদে প্রেসিডেন্ট  হওয়ার পরে এটি অনুমোদন করা হয়েছিল। ট্রাম্প, গত ২০ জানুয়ারী তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে শপথ নেন। তাই সংবিধান অনুযায়ী, ২০২৮ সালে আবারও প্রেসিডেন্ট  নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সাক্ষাৎকারে সঞ্চালিকা ক্রিস্টেন ওয়েল্কার ট্রাম্পের সামনে একটি অনুমানমূলক দৃশ্যকল্প উপস্থাপন  করেন। বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রেসিডেন্ট হওয়ার পর ফের ট্রাম্পকে উত্তরাধিকার তুলে দিতে পারেন কি না, তা জিজ্ঞাসা করেন। ট্রাম্প বলেন, “ভাল। এটা একটা (উপায়)। কিন্তু আরও আছে।” তবে কোনও পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেননি তিনি। এই শতাব্দীতে যেকোনো রিপাবলিকানদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি নিজেকে খুব জনপ্রিয় নেতা বলে মনে করেন।  

এদিকে এনবিসি অনুসারে, প্রার্থীর জনপ্রিয়তার উপর একটি গ্যালাপ পোল মোতাবেক  ট্রাম্পের রেটিং মাত্র ৪৭% । তবে এই প্রথম নয়। গত জানুয়ারি মাসে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখেছিলেন যে, তিনি ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য ভোটে লড়তে পারেন কি না। মার্চ মাসের গোড়ায় মার্কিন প্রশাসনের প্রথম সারির কর্তাব্যক্তি যেমন - হাউস স্পিকার মাইক জনসন, আইরিশ নেতা মিশেল মার্টিন এবং অন্যান্য আইনপ্রণেতাদের সামনে  নিজের এই ইচ্ছার কথা প্রকাশ্যে এনেছিলেন ট্রাম্প।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status