বিনোদন
চমকে দিলেন আফরান নিশো
স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৫, শনিবার
কয়েদির পোশাকে পুলিশের গাড়ি থেকে যখন নিশান নামলেন, তখন তার হাতে হাতকড়া, সঙ্গে দু’জন পুলিশ। সাইরেন বাজিয়ে পুলিশের গাড়িতে আনা হয়েছে তাকে। সাংবাদিকরা ভিড় করে আছেন গাড়িটি ঘিরে। স্লোগান উঠছে, নিশানের ফাঁসি চাই’। এমন এক অভিনব পরিকল্পনায় ঈদের সিনেমা ‘দাগি’র প্রচার করলেন অভিনেতা আফরান নিশো। কয়েদির বেশে সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে চমকে দিলেন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।
আয়োজনে উপস্থিত ছিলেন- সিনেমাটির প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল সহ প্রযোজক চরকি এর সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, অভিনয়শিল্পী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, সংগীতশিল্পী মাশা ইসলাম, জেফার রহমান, কবি-ঔপন্যাসিক-গীতিকার সাদাত হোসাইন। মঞ্চে নিশোর হাতকড়া খুলে দেন নির্মাতা শিহাব শাহীন। হাতকড়া খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিশো সেটি শিহাব শাহীনের হাতে লাগিয়ে দেয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাটা অতিথিদের মধ্যে হাস্যরসের তৈরি করে।
শিহাব শাহীন বলেন, এটা একজন সাজাপ্রাপ্ত মানুষের জার্নি। শুরু থেকেই এতে নিশোকেই ভেবেছিলাম। কিছু শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু নিশো সব শঙ্কা কাটিয়ে এই জার্নিতে যুক্ত হয়। এটি ভীষণ সততার সঙ্গে বানানো একটি সিনেমা। আফরান নিশো বলেন, যেকোনো কাজের ক্ষেত্রে প্রস্তুতি খুব জরুরি। ভালো প্রস্তুতির জন্য সময় কতো লাগলো, সেটা ব্যাপার না। ভালো কাজ করতে চাইলে অস্থিরতা থাকলে চলে না। ঈদের দিন থেকে সারা দেশে প্রদর্শিত হবে ‘দাগি’। এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় ফিরছেন নিশো। এতে আরও অভিনয় করেছেন- তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু ও এ কে আজাদ সেতু প্রমুখ।