ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

ঈদে দোলার কণ্ঠে ‘রঙ্গ’

স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৫, শনিবারmzamin

বছর জুড়েই স্টেজ শো ও নতুন গান নিয়ে ব্যস্ত থাকেন আছিয়া ইসলাম দোলা। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও একাধিক টিভি অনুষ্ঠানে দেখা মিলবে তার। পাশাপাশি শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন এ গায়িকা। তার ঈদের গানটির শিরোনাম ‘রঙ্গ’। এর কথা-সুর রচনা করেছেন অটামনাল মুন। আর সংগীতায়োজন করেছেন তুহিন হোসেন। ঈদের দ্বিতীয় দিন মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ করবেন বলে জানালেন দোলা। তিনি বলেন, বেশ ফেস্টিভ মুডের একটি গান করেছি। এ গানের অডিওটি প্রায় চার বছর আগে করা হয়েছিল। তবে, নানান জটিলতার কারণে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে এতটা সময় লেগে গেল। ‘রঙ্গ’- আধ্যাত্মিক কথার গান। সমসাময়িক পারিপার্শ্বিক নানান ধোঁকাবাজি, অস্থিরতা ইত্যাদি ব্যাপারগুলোই এ গানে তুলে ধরা হয়েছে। মিউজিক ভিডিওটি একটি গ্রুপ পারফরম্যান্সের মাধ্যমে ধারণ করা হয়েছে। দোলা জানান, মিউজিক ভিডিওটির প্রযোজনা তিনি নিজেই করেছেন। ভিডিওতেও রয়েছেন তিনি। আর এ ভিডিও ডিরেকশন দিয়েছেন রাজ বিশ্বাস শংকর।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status