বিনোদন
ঈদের রঙ ছড়াচ্ছেন ন্যান্সি-মিলন
স্টাফ রিপোর্টার
(৩ দিন আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ৩:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৯ অপরাহ্ন

ঈদ উপলক্ষে সিনেমা, সিরিজ মিলিয়ে বেশ কিছু গান প্রকাশ হচ্ছে জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি’র। আর এরই মাঝে প্রথমবারের মতো ঈদের গান নিয়ে হাজির হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘ঈদ এলো রে’। গানটিতে তার সহশিল্পী মোহাম্মদ মিলন। গানটি লিখেছেন কাজী বেননূর। সুর-সংগীতায়োজনে এহসান রাহী। গানটির সঙ্গীতায়োজন করেছেন আয়াত রহমান সজিব। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রয় চৌধুরী। এরইমধ্যে ন্যান্সি-মিলনের এই গান ঈদের রঙ ছড়াচ্ছে। অনেকেই প্রশংসা করে গানটি শেয়ার করছেন। ন্যান্সি-মিলনের সহকর্মীরাও গানটি শেয়ারও করছেন। সচরাচর গানের ভিডিওতে অভিনয় করতে দেখা যায় ন্যান্সিকে। তবে্ এ গানে এ গায়িকার স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে। গানটি প্রকাশ হয়েছে ন্যান্সির নিজের ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে তিনি বলেন, আগে কখনো ঈদের গান করা হয়নি। এই প্রথম এরকম গান করলাম। প্রকাশের অল্প সময়েই গানটির অডিও-ভিডিও থেকে দারুণ সাড়াও পাচ্ছি।