বাংলারজমিন
নাগেশ্বরীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবারকুড়িগ্রামের নাগেশ্বরীতে খালের পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়ামনি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ী গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে শিশু আতিকুর রহমান তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। এরপর ফুফাতো বোন রিয়ামনির সঙ্গে খেলতে যায়। কিছুটা সময় পর তাদের দেখতে না পেয়ে খোজাখুজির একপর্যায়ে খালের পানিতে ভাসতে দেখে দু’জনের মরদেহ উদ্ধার করে। কচাকাটা থানার ওসি নাজমুল আলম জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।