রাজনীতি
গাজীপুরসহ ৪ জেলায় বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৯:১৮ অপরাহ্ন

গাজীপুরসহ ৪ জেলায় বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফজলুল হক মিলনকে আহ্বায়ক ও ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ৩৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি এবং এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।