ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ঈদে অনলাইন কেনাকাটায় ব্যাংকের কার্ডে অফারের ছড়াছড়ি

এমএম মাসুদ
২৪ মার্চ ২০২৫, সোমবার
mzamin

শেষের দিকে পবিত্র রমজান মাস। এরপরই খুশির ঈদ। আর ঈদ মানে নতুন জামা-কাপড়। সাধারণত ঈদ কেনাকাটায় মানুষ পণ্য কিনতে সরাসরি মার্কেট বা শপিংমলে যায়। এরপর পছন্দ আর বাজেট অনুযায়ী একাধিক দোকান ঘুরে নানা পণ্য যাচাই-বাছাই করে কেনাকাটা করেন তারা। তবে সময় বাঁচাতে আর প্রচণ্ড ভিড় না ঠেলেই অনায়াসেই শপিং করা যাচ্ছে অনলাইনে। দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই বা দেশের বাইরে প্রবাসীরাও কিনতে পারছেন তাদের পছন্দের পণ্য। মোবাইল ব্যাংকিংয়ে রয়েছে ক্যাশব্যাক অফার এবং কেনাকাটার মূল্য ক্রেডিট কার্ডে পরিশোধ করলেই মিলছে আকর্ষণীয় সব অফার আর মূল্যছাড়ের ছড়াছড়ি। রয়েছে ব্র্যান্ড ও পণ্যভেদে আকর্ষণীয় অফার। তবে সরাসরি মার্কেটে গিয়ে কেনাকাটা করলেও রয়েছে অফার। 

ই-কমার্স সংশ্লিষ্টরা জানান, অনলাইনে শপিং জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রেতারা খুব সহজেই পছন্দের পণ্য হাতের নাগালে পাচ্ছেন। এজন্য তাদের কষ্ট করে মার্কেট বা শপিংমলে যেতে হচ্ছে না। এতে লেনদেনে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। আর কার্ডে কেনাকাটা সহজ ও সুলভমূল্যে পণ্য পেতে সহযোগিতা করছে ব্যাংকগুলো। প্রতিবারের মতো এবারো ঈদের পোশাক, জুতা, জুয়েলারিসহ নির্দিষ্ট শোরুমে ও পণ্য কেনাকাটায় দিয়েছে নির্দিষ্ট অঙ্কের বিশেষ ছাড়। সূত্র জানায়, দেশের বিভিন্ন ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে। রয়েছে ‘ঈদ উপহার’।

সিটি ব্যাংক: রমজান ও ঈদ উপলক্ষে গ্রোসারি ও নতুন জামা-কাপড়সহ সব ধরনের কেনাকাটায় ক্রেডিট ও ডেবিট কার্ডধারীদের জন্য নানা অফার নিয়ে এসেছে সিটি ব্যাংক। ব্যাংকটি দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ও গ্রোসারি আউটলেটে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এ ছাড়া ৪৫০টিরও বেশি রিটেইল স্টোরে দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত সেভিংস, যা সারা দেশে বিস্তৃত। ১০০টিরও বেশি রেস্টুরেন্টে ৩০ শতাংশ এবং জনপ্রিয় অনলাইন মার্চেন্ট ও ফুড ডেলিভারিতে দিচ্ছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। ৪০টিরও বেশি রেস্টুরেন্টে দিচ্ছে একটি কিনলে একটি ফ্রি ইফতার ও ডিনার অফার, যার মধ্যে রয়েছে ফাইভ-স্টার হোটেলের অভিজাত ডাইনিং।
 

ইউসিবি: ব্যাংকটি প্রায় ২০০০ পার্টনার মার্চেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। আড়ং, ইয়েলো, বাটা, এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। ইউএস-বাংলা, এয়ার আস্থাসহ বিভিন্ন বিমান টিকিটেও আছে বিশেষ মূল্য ছাড়।

ব্র্যাক ব্যাংক: রমজান মাস জুড়ে ঈদের দিন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ১২০০টিরও বেশি আউটলেটে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার উপভোগ করতে পারছেন। সঙ্গে গ্রাহকদের জন্য থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া গ্রাহকরা যাতে রমজানে পূর্ণ সুবিধা নিতে পারেন, সেজন্য ব্র্যাক ব্যাংক রেস্টুরেন্ট, লাইফস্টাইল, ট্রাভেল, ফার্নিচার, ইলেকট্রনিক্স এবং ই-কমার্স ক্যাটাগরিতে আকর্ষণীয় অফার দিচ্ছে। পাশাপাশি এক্সক্লুসিভ ডাইনিংয়ে ব্যাংকটির ক্রেডিট এবং ডেবিট কার্ডধারীরা দেশের প্রিমিয়াম পাঁচ তারকা হোটেলে বাই-ওয়ান-গেট-ফোর ফ্রি ইফতার ও সেহরি উপভোগ করতে পারবেন।

ব্যাংক এশিয়া: ব্যাংক এশিয়া তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের ঈদ কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। পাঁচ তারকা ওয়েস্টিন, শেরাটনসহ নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ান গেট টু-থ্রিসহ বিভিন্ন অফার দেয়া হচ্ছে। এ ছাড়া আড়ং, ইয়েলো, বাটা, এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। পাশাপাশি ব্যাংক এশিয়া মাস্টারকার্ডে (ডেবিট ও ক্রেডিট) গ্রোসারি শপিংয়ে দিচ্ছে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ইলেকট্রনিক্স ভাউচার।
 

ডাচ্‌-বাংলা ব্যাংক: ডাচ্‌-বাংলা ব্যাংক তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য পাঁচ তারকা বিলাসবহুল হোটেলে রমজান মাস জুড়ে ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট ওয়ান, টু ও থ্রি অফার দিয়েছে। ডাচ্‌-বাংলা ব্যাংকের ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড, ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে অফার উপভোগ করার সুযোগ রয়েছে। এ ছাড়া নেক্সাস মাস্টারকার্ড, নেক্সাস ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড ও ভিসা সিগনেচার কার্ডে বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানে ঈদ কেনাকাটায় রয়েছে বিশেষ মূল্য ছাড়। নেক্সাস-পে ও রকেট অ্যাপ দিয়ে কিউআর কো?ড স্ক্যান করে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 
 

এনআরবিসি ব্যাংক: রমজানে কার্ডধারীদের বিশেষ অফার দিয়েছে এনআরবিসি ব্যাংক। হোটেল শেরাটন, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেডিসন, লে মেরিডিয়ানসহ সব পাঁচ তারকা হোটেলে ইফতারসহ ডিনার ও সেহরিতে থাকছে একটি কিনলে তিনটি পর্যন্ত ফ্রি বুফেসহ আরও এক্সক্লুসিভ সব অফার। এ ছাড়া ঈদের কেনাকাটায় আড়ংয়ের সব আউটলেটে এনআরবিসি’র সব কার্ডধারী পাবেন ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ক্যাশব্যাক।

ইস্টার্ন ব্যাংক: ব্যাংকটি ৪০টির বেশি লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ধারিত শোরুমে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দিয়েছে। আড়ং এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্যান্ডেও গ্রাহক পাচ্ছেন ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এ ছাড়া ব্যাংকটি কার্ডধারীদের কিস্তিতেও কেনার সুযোগ দিয়েছে।
 

প্রাইম ব্যাংক: প্রাইম ব্যাংকের ভিসা কার্ড ও মাস্টার কার্ডধারীদের জন্য কেনাকাটায় বিশেষ ছাড় দেয়া হয়েছে। লাইফস্টাইলে কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন উপহার। এ ছাড়া রয়েছে কার্ডে কেনাকাটায় ক্যাশব্যাক অফার।
 

ইসলামী ব্যাংক: ইসলামী ব্যাংক তাদের ভিসা, ডেবিট ও খিদমাহ কার্ড দিয়ে কেনাকাটায় ক্যাশ ব্যাকসহ বিভিন্ন উপহার দিচ্ছে। শরিয়াহ ধারার ব্যাংকটি তাদের কার্ডে ভাইব্রেন্ট, সারা, জারা, নয়ের, ইনফিনিটি, আর্টিসানসহ ৪০টির বেশি লাইফস্টাইল ব্র্যান্ডের শোরুমে ঈদের কেনাকাটায় ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। এ ছাড়া ব্যাংকটি কার্ড গ্রাহকদের কিস্তিতেও কেনার সুযোগ দিয়েছে।

এবি ব্যাংক: আড়ংসহ বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে এবি ব্যাংকের গ্রাহক পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এ ছাড়া নামকরা সুপারশপ আগোরা, মীনা বাজার, স্বপ্ন, ইউনিমার্টসহ বিভিন্ন সুপারশপে ১৫ শতাংশ ক্যাশব্যাক দেয়া হচ্ছে। 
 

প্রিমিয়ার ব্যাংক: ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে সিলেক্টেড লাইফস্টাইল ও জুতার ব্র্যান্ডে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়, সিলেক্টেড গ্রোসারি মার্চেন্টে সর্বোচ্চ ২৫ হাজার টাকার ইলেকট্রনিক ভাউচার। এ ছাড়া লাইফস্টাইল পার্টনার শপে প্রিমিয়ার ব্যাংকের কার্ডধারীরা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া গহনার দোকানে মজুরিতে ৫১ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বড় বড় শহরের হোটেল কিংবা রিসোর্টে রুম রেন্টের ওপর ৫৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
 

বিকাশ: ঈদ কেনাকাটা আরও বর্ণিল, সহজ এবং সাশ্রয়ী করে তুলতে এবারো ক্যাশব্যাকসহ বেশ কিছু অফার নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ‘বিকাশ’। এসব বিশেষায়িত অনলাইন-অফলাইন অফারগুলো থেকে বিভিন্ন পরিমাণ ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা। বিকাশের গ্রাহকদের অনলাইন শপে সর্বোচ্চ ৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেয়া হচ্ছে। এ ছাড়া পছন্দের কেনাকাটায় ডিসকাউন্ট কুপনসহ পছন্দের এক্সেসরিজ, জুতা ও পোশাক কিনে পাচ্ছেন ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

ঈদের অফার সম্পর্কে সিটি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, গ্রাহক চাহিদা আর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে রমজান উপলক্ষে এমন ক্যাম্পেইন চালু করেছি। আশা করছি, এ ক্যাম্পেইনের প্রতিটি অফার গ্রাহকদের কেনাকাটা, খাওয়া-দাওয়া এবং ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে।

খায়রুল ইসলাম একজন বেসরকারি চাকরিজীবী। অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়। নিজের ও পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে মার্কেটে যাওয়ার সময় হয় না। তাই ভরসা অনলাইন। তিনি জানান, ঘরে বসে অনলাইনে পছন্দের পণ্য অর্ডার দিচ্ছি। তিনদিনের মধ্যে ওইসব পণ্য হাতে পেয়ে যাচ্ছি। এতে সময় বাঁচে আর ঈদে মার্কেটে মানুষের জটলা এড়ানো সম্ভব হয়। তবে, অনেক সময় মানের এবং ডিজাইনের পার্থক্য থাকে। প্রতারণার মুখেও পড়তে হয়েছে। অবশ্য ব্র্যান্ড পণ্য কিনলে সমস্যা কম হয়। 
উল্লেখ্য, ২০২১ সালে দেশের ই-কমার্স বাজার ছিল ৫৬ হাজার ৮৭০ কোটি টাকার। ২০২২ সালে তা ৬৬ হাজার কোটি টাকায় পৌঁছায়। তবে পরবর্তী সময়ে তা কিছুটা নিম্নমুখী ধারায় চলে যায়। বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক এসোসিয়েশনের তথ্যমতে, বর্তমানে দেশে ই-কমার্সের বাজার প্রায় ২৫ হাজার কোটি টাকার। বাণিজ্যিক প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেট ডটকমের তথ্য বলছে, ২০২৬ সালে দেশের ই-কমার্সের বাজার হবে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status