ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

আগাম টিকিটে আজ থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০২৫, সোমবার
mzamin

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিটে আজ থেকে ট্রেনের যাত্রা শুরু হচ্ছে। গত ১৪ই মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজকের ট্রেনে যাত্রা করবেন। সারা দেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও ঈদে পাঁচজোড়া বিশেষ ট্রেন চলবে। এ ছাড়া রয়েছে বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন। ট্রেনের সূচি বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

ঈদে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনে যাত্রা করেন। তাই ঈদ যাত্রা উপলক্ষে বাড়তি নজর রয়েছে স্টেশনটিতে। ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে প্রস্তুত করা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন। স্টেশনে টিকিট কাউন্টারের সামনের সড়কে বাঁশ দিয়ে শক্ত করে চারটি লাইন বানানো হয়েছে। যেখানে যাত্রীরা টিকিটের জন্য সারিবদ্ধভাবে দাঁড়াবেন। এ ছাড়া স্টেশনের টিকিট কাউন্টার, প্ল্যাটফরমসহ সব জায়গায় নিরাপত্তা বাহিনীর অবস্থান দেখা গেছে। 

এবারের ঈদযাত্রায় প্রত্যেক রুটে ট্রেনগুলো শিডিউল মেনে চলার আশাও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। ঈদযাত্রায় এবার ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এগুলো হচ্ছে- চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, ভৈরববাজার- কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল চালু করা হবে। এ ছাড়া ঈদযাত্রা উপলক্ষে ট্রেনগুলোতে বাড়তি ৪৪টি বগি যুক্ত করা হয়েছে। ঈদযাত্রাকে কেন্দ্র করে ২৭শে মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। তবে ঈদের পর নিয়মিত বন্ধ পুনরায় কার্যকর হবে। বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রায় নেয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। অন্যদিকে সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফরম থেকে যাত্রা শুরু করবে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ের কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র‌্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধায় ২৬শে মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। এ ছাড়া ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না বলেও জানানো হয়েছে। এবার ঈদের ফেরত যাত্রা গণনা করা হবে ৩রা এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ পাওয়া যাবে ৩রা এপ্রিলের টিকিট। একইভাবে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০শে মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ই এপ্রিলের টিকিট।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status