ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ঈদযাত্রা: প্রস্তুত কমলাপুর রেলওয়ে স্টেশন

মোহাম্মদ রায়হান
২৩ মার্চ ২০২৫, রবিবার
mzamin

প্রতিবছর ঈদুল ফিতরের উৎসব ঘিরে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়। হাজার মানুষের ঢল নামে রেলস্টেশনে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে স্টেশনের অবকাঠামো সবকিছুতে চাপ বেড়ে যায় কয়েকগুণ। এমন প্রেক্ষাপটে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার বিশেষ দিন। ইতিমধ্যেই যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদশ রেলওয়ে। ঈদের ধকলকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। শুক্রবার সরজমিন স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনে টিকিট কাউন্টারের সামনের সড়কে বাঁশ দিয়ে শক্ত করে চারটি লাইন বানানো হচ্ছে। যেখানে যাত্রীরা টিকিটের জন্য সারিবদ্ধভাবে দাঁড়াবেন। এ ছাড়া স্টেশনের টিকিট কাউন্টার, প্ল্যাটফরম সহ সব জায়গায় নিরাপত্তা বাহিনীর অবস্থান দেখা গেছে। ঈদের ১০ দিন বাকি থাকতেই স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনে ভিড়ও বাড়তে থাকে যাত্রীদের। 

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, এবারের ঈদযাত্রায় প্রত্যেক রুটে ট্রেনগুলো শিডিউল মেনে চলবে। ঈদযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে রেলওয়ে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।’ এদিকে, ঈদযাত্রাকে কেন্দ্র করে ২৭শে মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। তবে ঈদের পর নিয়মিত বন্ধ পুনরায় কার্যকর হবে। সারা দেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও ঈদে পাঁচজোড়া বিশেষ ট্রেন চলবে। এ ছাড়া রয়েছে- বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন। ঈদযাত্রাকে নিরাপদ করতে রেলওয়ে স্টেশনে থাকছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী, পুলিশ, র‌্যাব, এপিবিএন, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পাশাপাশি সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে। রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বৃদ্ধির জন্য ৪৯০ জন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বাইরেও যুক্ত হচ্ছে অতিরিক্ত ২০০ জন আনসার সদস্য। টিকিট কালোবাজারি, ছাদে ও বিনা টিকিটে ভ্রমণের বিরুদ্ধে কঠোর রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বেসরকারি ট্রেনের মালিকরা যেন অতিরিক্ত টিকিট বিক্রি করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। লোকাল ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফরমে ঢুকে অন্য ট্রেনে যেন উঠতে না পারে সে বিষয়েও সতর্ক রেলওয়ে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হলে রেলওয়ে থানার এসপি আনোয়ার হোসেন মানবজমিনকে বলেন, কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুরসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ইপিবিএন, আঞ্চলিক ব্যাটালিয়ন, রেলওয়ে পুলিশের গোয়েন্দা টিম, সাদা পোশাকে টিম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী থাকবে। সবকিছু সমন্বয় করে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজাচ্ছি। ইতিমধ্যেই সাদা পোশাকে পুলিশ সহ কিছু টিম কাজ শুরু করে দিয়েছে। চলন্ত ট্রেনেও আমাদের টিম রয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ১৪ই মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইনে। ঈদের ছুটির পর ফিরতি যাত্রার জন্য ২৪শে মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ৩রা এপ্রিলের টিকিট মিলবে ২৪শে মার্চ, ৪ঠা এপ্রিলের টিকিট ২৫শে মার্চ। ৯ই এপ্রিল পর্যন্ত প্রতিদিনের টিকিট একদিন আগে পাওয়া যাবে। বৃহস্পতিবার সারা দেশের সকল রুটের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে যায়। শেষ দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোর ২৮ হাজার ৭৬৮টি আসনের টিকিট বিক্রি হয়। এ ছাড়া সারা দেশে ৪৩ হাজার ৬৫৮টি আসনের টিকিট বিক্রি হয়েছে। সবমিলে মোট আসনের টিকিট বিক্রি হয়েছে ৭২ হাজার ৪২৬টি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status