বাংলারজমিন
বড়াইগ্রামে জমি উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, শনিবার
নাটোরের বড়াইগ্রামে গোরস্তানের জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নাজিমউদ্দিন নজি (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আহমেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিমউদ্দিন ওই গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। আহত হয়েছে আরিফ হোসেন (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০)। তাদের বাড়ি ওই একই গ্রামে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের গণি মিয়া স্থানীয় গোরস্তানের জন্য জমি দান করেন। কিন্তু এ জমি তার ছেলে ফারুক দিতে রাজি হয়নি। এ নিয়ে আগের দিন নাজিমউদ্দিন তার বংশের দূর সম্পর্কের ভাই গণির দুই ছেলে সবুজ ও ফারুককে জিজ্ঞাসা করতে গেলে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। শুক্রবার সকালে নাজিমউদ্দিন নজি, সঙ্গীয় আরিফ ও জাহাঙ্গীর গোরস্তানের জমির বিষয়ে আবারো কথা বলতে গেলে ফারুক অতর্কিত নাজিমউদ্দিন নজি’র ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে বাধা দেয়ার চেষ্টা করলে সবুজ ও ফারুক লাঠি ও ছুরি দিয়ে আরিফ ও জাহাঙ্গীরকেও আঘাত করে। এতে তারা গুরুতর জখম হলে তাদেরকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাজিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে নাইমদ্দিন জানান, আমার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই। বড়াইগ্রাম থানার ওসি মাহবুব রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।