দেশ বিদেশ
ফিলিস্তিনে গণহত্যা ঢাবিতে বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
২২ মার্চ ২০২৫, শনিবার
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে ফের গণহত্যা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বেলা ২টায় আজাদ ফিলিস্তিন ও ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
আজাদ ফিলিস্তিনের আহ্বায়ক ইমরান বলেন, আমরা বলতে চাই যারা যুগ যুগ ধরে ফিলিস্তিনে আমেরিকার মদতে হাজারো মুসলিমকে হত্যা করছেন তাদের বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাবো। তিনি বলেন, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, উগ্রবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে একইসঙ্গে জায়োনিজমের বিরুদ্ধে। আমরা মুসলিম বিশ্বের কাছে আহ্বান জানাই, আপনারা সোচ্চার হোন। ফিলিস্তিনকে রক্ষা করুন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদী বলেন, আওয়ামী লীগ ইসরাইল থেকে স্পাইওয়্যার কিনেছিল আমাদের ভাই-বোনদের ওপর নজরদারির জন্য। আমরা এর হিসাব চাই। আমাদের পাসপোর্ট থেকে অ্যাক্সেপ্ট ইসরাইল লেখা পুনর্বহাল করতে হবে। ঢাবি শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক এ বি জোবায়ের বলেন, ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে যেখানে আজকে সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সেহ্রি করছে। সন্ত্রাসী ইসরাইল আমাদের মুসলিম ভাই-বোনদের ওপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে। এর মূল্য একদিন তাদেরকে দিতেই হবে।