দেশ বিদেশ
ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
মানবজমিন ডেস্ক
২২ মার্চ ২০২৫, শনিবার
ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ই অক্টোবরে হামাসের হামলার আগাম বার্তা আঁচ করতে না পারায় ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে রোনেনকে বরখাস্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। পরে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ওই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে। সর্বসম্মতিক্রমে রোনেনের বরখাস্তের পক্ষে মত দিয়েছে মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী রোনেনের দায়িত্ব পালনের শেষদিন হবে আগামী ১০ই এপ্রিল। ২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। গত সপ্তাহের রোববার এক ভিডিও বার্তায় রোনেনকে বরখাস্তের ইচ্ছা প্রকাশ করেন নেতানিয়াহু।
সেখানে তিনি উল্লেখ করেন, সময়ের সঙ্গে সঙ্গে চলমান অবিশ্বাস আরও ঘনীভূত হয়েছে। গাজায় হামলা করায় জেরুজালেমে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র হওয়ার মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানালেন নেতানিয়াহু। বিক্ষোভকারীরা গাজায় পুনরায় হামলার বিরোধিতা করে আন্দোলন করছেন। গত মঙ্গলবার থেকে শুরু করা ওই হামলায় হামাসকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইল। যদিও বাস্তবতা পুরো উল্টো। সেখানে বেশির ভাগই বেসামরিক নারী ও শিশু নিহত হচ্ছে। তেলআবিবের ওই হামলার মাধ্যমে গাজায় দুই মাস ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান ঘটেছে। গত তিন দিনে ইসরাইলের বিমান হামলায় সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০০ ফিলিস্তিনি। যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। তাদের তৎপরতা রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়। রোনেনকে বরখাস্ত করার বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন তিনি। অন্যদিকে ইসরাইলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা বলেছেন, পদক্ষেপটির বৈধতা মূল্যায়ন না করা পর্যন্ত তাকে বরখাস্ত করা যাবে না। অবশ্য নেতানিয়াহুর কট্টর সমালোচক হওয়ায় এই অ্যাটর্নি জেনারেলও বরখাস্ত প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।