দেশ বিদেশ
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৫, বুধবার রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মো. ওবায়দুর রহমান। সে যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়ার মুন্সিবাড়ির আব্দুর রব মুন্সির ছেলে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জীবন বলেন, মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় মোটরসাইকেল আরোহী ওবায়দুর রহমানকে ওয়াসিম পরিবহন নামে একটি বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।