প্রথম পাতা
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা শুরু কাল
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৫, বুধবারসংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল থেকে ধারাবাহিকভাবে জাতীয় ঐকমত্য গড়তে আলোচনা অব্যাহত রাখবে কমিশন। প্রথম দিন আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)কে। বিকাল ৩টায় আলোচনা শুরু হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের লক্ষ্যে ৬ কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করবে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ই মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলকে পাঠানো হয়। এ পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে। দলগুলো হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও ‘আম জনতার দল’, রাষ্ট্রসংস্কার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য। বিএনপি-জামায়াতসহ ২৩টি রাজনৈতিক দল এখনো তাদের পূর্ণাঙ্গ মতামত দেয়নি। দলগুলো এজন্য আরও সময় চেয়েছে।