দেশ বিদেশ
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই-নুডুলস উৎপাদন ৩ কারখানাকে জরিমানা
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৫, বুধবাররাজধানীর কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জ এলাকায় ভেজাল খাদ্য উৎপাদনকারী ভুয়া কারখানাগুলোতে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই ও অনুমোদনহীনভাবে নুডুলস উৎপাদন ও বিক্রির দায়ে তিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল এ তথ্য জানান র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি খান আসিফ তপু। তিনি বলেন, র্যাব-২ এর উদ্যোগে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান কামরাঙ্গীরচরের দুটি সেমাই উৎপাদন কারখানা এবং কেরানীগঞ্জে একটি নুডুলস উৎপাদন কারখানায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় দেখা যায়, কামরাঙ্গীরচরের মিতালি ট্রেডার্স ও নাসির ট্রেডার্সের কারখানায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত করা হচ্ছে। এজন্য মিতালি ট্রেডার্সের মালিক মনিরকে বিশ হাজার টাকা ও নাসির ট্রেডার্সের মালিক আকাশকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খান আসিফ তপু বলেন, এ ছাড়া কেরানীগঞ্জের প্রিমিয়াম ড্রাগন নুডলস কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অনুমোদনহীনভাবে নুডুলস উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিক মো. আমিনুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখবে।