ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

স্বাধীনতা দিবসে জাতীয় স্টেডিয়ামে কুচকাওয়াজ হচ্ছে না

স্টাফ রিপোর্টার
১৭ মার্চ ২০২৫, সোমবার
mzamin

এবারের স্বাধীনতা দিবসেও জাতীয় স্টেডিয়ামে কুচকাওয়াজ হচ্ছে না। স্টেডিয়ামের সংস্কার কাজ  শেষ না হওয়ায় সেখানে কুচকাওয়াজ হচ্ছে না বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। তার আগে বিজয় দিবসের মতো স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ হচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। রোজার ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন। সভা শেষে স্বরাষ্ট্র সচিব নাসিমুল বলেন, আপনারা জানেন যে, রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়ে এবং ২৬শে মার্চ-এই তিনটা একসঙ্গে পড়েছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এর সঙ্গে নির্ধারিত সময়ে পোশাক শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা জানান তিনি। ২৬শে মার্চে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমুল বলেন, ‘নিরাপত্তা ঝুঁকি তো দেখতেছি না আমি।’ স্বরাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয়, ১৬ই ডিসেম্বরে তো কুচকাওয়াজ হয়নি, ২৬শে মার্চে হবে? তখন নাসিমুল বলেন, এইবারও হচ্ছে না। সচিব বলেন, নরমালি গতবার যেমন হয়নি, এবারো হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই।

ওদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় বলা হয়, স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। জাতীয় স্টেডিয়াম, ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এ বছরো ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status