দেশ বিদেশ
শেখ হাসিনার সময় ১৭ বছর গণধর্ষণ হয়েছে: আফরোজা আব্বাস
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৭ মার্চ ২০২৫, সোমবারজাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই ধর্ষক নরপশুদের দু’একটি বিচার না হলে তারা আসলে কখনো মানুষ হবে না। ধর্ষণের শিকার হয়ে আছিয়া যে মারা গেল, নির্মমভাবে হত্যা করা হলো। আছিয়া হত্যাকারীর খুব দ্রুত জনসমক্ষে বিচার যদি হয়ে যেতো তাহলে পরপর এরকম ধর্ষণের ঘটনা ঘটতো না। যেটা শেরপুর, ময়মনসিংসহ বিভিন্ন জায়গায় ঘটেছে। এসব ধর্ষণের কারণে তৎকালীন প্রশাসন দায়ী। শেখ হাসিনার সময় ১৭ বছর গণধর্ষণ হয়েছে। গণধর্ষণের কোনো বিচার হয়নি। গণধর্ষণের বিচার না করে বরঞ্চ তাদের পুরস্কৃত করা হতো। এ কারণেই দিনে দিনে এই ধর্ষণ বেড়ে গেছে।
গতকাল সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড আটিগ্রাম এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার আট বছরের শিশুকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয় তামান্নার পরিবারকে। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। আফরোজা আব্বাস বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমে দেখেছেন। দেখে সঙ্গে সঙ্গে ফোন করে নির্দেশ দিয়েছেন এবং ভুক্তভোগীর পরিবারের পাশে আছে তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন যেখানে নারী নির্যাতন সেখানেই জাতীয়তাবাদী মহিলা দল। তাই আজকে তারেক রহমানের পক্ষ থেকে জাতীয়তাবাদী মহিলা দলের এখানে আসা।
তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন নারায়ণগঞ্জের রিমাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় মনিরকে যেভাবে তাৎক্ষণিক বিচারে ফাঁসি দেয়া হয়েছিল এমনভাবে দুই একটা বিচার হলে নারীরা এরকম ধর্ষণের শিকার হতো না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে সময় কালক্ষেপণ না করে জনসম্মুখে লাখ লাখ মানুষের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর দরকার ধর্ষকদের। জেলখানায় নিয়ে ফাঁসি দিবে এটা আমরা চাই না, আমরা চাই জনসম্মুখে সবাই দেখবে ধর্ষকের বিচার। জনগণের যেটা দাবি সেটাই আইন। অথবা ইসলামিক আইনে বিচার করা হোক। জনসম্মুখে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করবো খুব দ্রুত এই বিচার সম্পূর্ণ করা হবে। জনসম্মুখে বিচার সম্পন্ন করা হলে ধর্ষণ কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।