দেশ বিদেশ
প্রয়াত সুনীল কৃষ্ণ সাহার অন্তেষ্টিক্রিয়া আজ
অর্থনৈতিক রিপোর্টার
১৭ মার্চ ২০২৫, সোমবার
সাধারণ বীমা করপোরেশনের সাবেক কর্মকর্তা ও ফিনিক্স ইনসুরেন্স কোম্পানি লিমিটেড-এর পুনর্বীমা বিভাগের প্রধান শ্রী সুনীল কৃষ্ণ সাহা গত ৩রা মার্চ অকষ্মাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে পরলোক গমন করেন। তাঁর আকষ্মিক প্রয়াণে পরিবার ও স্বজনরা গভীর শোকাহত। সজ¦ন, বন্ধু প্রিয়, সৎ ও নিষ্টাবান সুনীল কৃষ্ণ সাহা ছিলেন উত্তরা ১২ নং সেক্টর নিবাসী। প্রয়াত সুনীল বাবু ছিলেন উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্রাক্তন অর্থ সম্পাদক এবং উত্তরা সার্বজনীন পূজা কমিটির সিনিয়র সহ সভাপতি। তার বিদেহী আত্মার সদগতি কামনায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে আজ উত্তরার নিজ বাসায়। আগামীকাল নারায়ণগঞ্জ বলদেব মন্দিরে, বুধবার টিকাটুলিস্থ জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠে, শুক্রবার উত্তরা রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত হবে প্রার্থনা।