দেশ বিদেশ
৭ কলেজ নিয়ে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
স্টাফ রিপোর্টার
১৭ মার্চ ২০২৫, সোমবার রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এই সাত কলেজকে একীভূত করা হবে। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভোটাভুটির মাধ্যমে এটি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত হয়। তবে নাম চূড়ান্ত হলেও পুরোপুরি কার্যক্রম শুরু হতে অপেক্ষা করতে ২০৩১ সাল পর্যন্ত। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে কিংবা ইউজিসি’র অধীনে স্বতন্ত্র কাঠামো থেকে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
রোববার ইউজিসিতে প্রায় চার ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়। অন্য নামগুলো ঢাকা ফেডারেল ইউনিভার্সিটি, ঢাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি, ক্যাপিটাল সেন্ট্রাল ইউনিভার্সিটি। বৈঠকে দুটি নামকে শিক্ষার্থীরা অধিক পছন্দ করেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা ফেডারেল ইউনিভার্সিটি। শেষে ভোটাভুটির মাধ্যমে ১৭ ভোট পায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ, ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে স্লোগান তোলেন। বৈঠকে অংশ নেয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী সাদ আহমেদ বলেন, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতার নতুন অধ্যায় বলা যায়। আমরা আনন্দিত। আমরা যে বৈষম্যের শিকার হয়েছি আমরা চাই না পরবর্তী যারা আসবেন তারা বৈষম্যের শিকার হোক। আরেক শিক্ষার্থী আশফাক আহমেদ বলেন, আমাদের জানানো হয়েছে এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। এরপর সেখান থেকে যাবে প্রেসিডেন্টের কাছে। এরপর জারি হবে অধ্যাদেশ। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসন থাকবে। যার দায়িত্বে থাকবেন যেকোনো কলেজের একজন অধ্যক্ষ। ঢাকার এই সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি। এই কলেজগুলো একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। ২০১৭ সালের ১৭ই ফেব্রুয়ারি রাজধানীর এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই নানা অপ্রাপ্তি নিয়ে টানা আন্দোলন করে আসছেন তারা। বৈঠক সূত্রে জানা যায়, অধ্যাদেশ জারির আগে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। যার প্রধানের দায়িত্বে থাকবেন এই সাত কলেজের যেকোনো একটি প্রতিষ্ঠানের প্রধান। জানতে চাইলে ইউজিসি’র উপ-পরিচালক (পাবলিক ইউনিভার্সিটি) জামাল উদ্দিন বলেন, মাত্র তো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাস করে তবেই বিশ্ববিদ্যালয়। পুরো কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে। শিক্ষা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই চলবে। এ ছাড়া নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তাতেই করা হবে।