দেশ বিদেশ
লিসবনে সিআরসিআইপিটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবুল হোসেন আসাদ, লিসবন, পর্তুগাল
(১ মাস আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১:৫০ অপরাহ্ন

গতকাল শনিবার পর্তুগালের লিসবনে ‘কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা ইন পর্তুগাল- এর (সিআরসিআইপিটি) আয়োজনে লিসবনের
লাইকা পর্তুগিজ স্কুলে কমিউনিটির ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগালে বসবাসরত বাংলাদেশের সকল প্রবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহ'র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মাতৃ মনিজ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলা উদ্দিনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সিআরসিআইপিটি সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতির বক্তব্যে বলেন, আমরা পর্তুগালের আইন মেনে আমাদের সংস্কৃতি চর্চা করি এবং সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি। ইসলাম ও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় আমরা সবসময় স্বচেষ্ট থাকি। আমাদের উচিত সবসময় এদেশের আইন মেনে চলা।
রমজানের তাৎপর্য এবং কমিউনিটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন ও সেক্রেটারি শাজেদুল আলম।
সংগঠনটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস পর্তুগাল -এর দুতালয় প্রধান এস.এম গোলাম সারওয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন- পর্তুগীজ নাগরিক কার্লোস, ফিলিপ, দিয়াগো ও অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।