বাংলারজমিন
গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া শিবিরের সেই নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
১৬ মার্চ ২০২৫, রবিবারবরিশালের গৌরনদীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তির অবস্থায় ধরা পড়া ইমাম মাইনুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ‘সাথি’ ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার (বাতিল) করা হয়েছে।
গৌরনদী উপজেলার ওই ঘটনা জানার সঙ্গে সঙ্গে মাইনুল ইসলাম পলাশের সাংগঠনিক সাথি পদ ও দায়িত্ব মুলতবি করা হয় এবং ছাত্রশিবিরের বরিশাল জেলা সেক্রেটারির নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মুসল্লিবাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মাইনুল ইসলামকে আটক করা হয়। ওই বাড়িসংলগ্ন মসজিদে আগে ইমামতি করতেন মাইনুল। তার বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে।