অনলাইন
সিপিবি কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৫, শনিবার, ১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় ঘেরাওয়ের হুমকির পরিপ্রেক্ষিতে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
এ সময় দলটির পুরানা পল্টনে ‘মুক্তি ভবনে’র সামনে কিছু নেতাকর্মীকে বসে থাকতে আর, কিছু নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে ঢুকতে দেখা গেছে। মাগুরায় আট বছর বয়সী শিশু ধর্ষণের প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে দলটির পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১০টা ৪০ মিনিটে সিপিবি কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন করা হয়।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম কালো পতাকা উত্তোলন করেন এবং সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘মাগুরায় শিশু ধর্ষণের পর মৃত্যুর এই লজ্জা বাংলাদেশ বুকে ধারণ করতে পারছে না। আমাদের দেশে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, সেটি কল্পনাতীত।’
এছাড়া সেখানে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য রাখেন।
এর আগে সকাল থেকে সিপিবি নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে তাদের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তাদের আশঙ্কা ছিল, সেখানে হামলা হতে পারে। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সেখানে তারা অবস্থান নেয়।
পাঠকের মতামত
সিপিবি আওয়ামী এজেন্ট। এদের বিরুদ্বে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
সিপিবি'র নেজুড়বৃত্তি রাজনীতির কারণে সিপিবি একটি সাধারণ মানুষের কাছে অগ্রহন যোগ্য দল। এ দলের কোন ভবিষ্যৎ নিজস্ব কোন আদর্শ নেই। শুধু টক শো আর বিবৃতির মধ্যে সীমাবদ্ধ।
সিসপবি আওয়ামী দালাল তাদের পেটোয়া বাহিনী
যারা বাংলাদেশে ভারতের লাগেজ বহন করবে, তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। সিপিবি'র কাধে ভারতের লাগেজ দৃশ্যমান।
সিপিবি বাংলাদেশ এ খুনি আওয়ামী লীগ এর বিটিম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের নেতা ধর্ষণের সেঞ্চুরি করেছিল তখন সিপিবি কী কর্মসূচি দিয়েছিল? এই সরকার মাগুরার ধর্ষিতা বালিকার সর্বোচ্চ চিকিৎসা দিয়েছে, হেলিকপ্টারে লাশ পাঠিয়েছে, দ্রুত বিচার সম্পন্নের আদেশ দিয়েছে। আর কী চায় সিপিবি? গতকাল পল্টনের ৩০ জন লোকের বিশাল সমাবেশে নেতারা ভারতের প্রেসক্রিপশনে দ্রুত নির্বাচন চাইছে,এমন ভাব যেন নির্বাচনে সরকার গঠন করে সব অপরাধ দমন করে ফেলবে।