খেলা
মেসির ন্যু-ক্যাম্প ত্যাগের খবর পেয়ে আগুয়েরো ভেবেছিলেন বার্সার ওয়েবসাইট হ্যাক হয়েছে
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৭ আগস্ট ২০২২, রবিবার, ১:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৬ অপরাহ্ন

লিওনেল মেসি ও বার্সেলোনা একে অপরের পরিপূরক। সমর্থকদের এমন চিন্তা গত হয়েছে এক বছর হলো। ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টার যোগ দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। চিরাচরিত নীল-মেরুন জার্সি ছেড়ে এক মৌসুম ধরে পরছেন পিএসজির শার্ট। মেসি-বার্সার হৃদয়বিদারক বিচ্ছেদ কি মানতে পেরেছিলেন সমর্থকরা? বার্সার অফিসিয়াল ঘোষণা দেখে সার্জিও আগুয়েরো ভেবেছিলেন, ব্লাউগ্রানাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে!
২০২১ সালের জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় মেসির। এরপর অর্ধেক বেতনে নতুন চুক্তি করতে চেয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে স্প্যানিশ লা লিগার বেতন অবকাঠামোর অজুহাতে তাকে ছেড়ে দেয় বার্সা।
সম্প্রতি টকস্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে মেসির বার্সা ত্যাগ নিয়ে কথা বলেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো। তিনি বলেন, ‘‘আমি কীভাবে মেসির বার্সা ত্যাগের খবর পাই? আমি তখন ইবাই এল্লানোসের (বিখ্যাত স্প্যানিশ ইউটিউবার) সঙ্গে ছিলাম। আমরা একসঙ্গে খাচ্ছিলাম এবং হঠাৎ সে ফোনের দিকে তাকিয়ে আমাকে বললো, ‘না! এটা কি সত্যি?’ এরপর সে আমাকে বার্সেলোনার অফিসিয়াল ঘোষণা আমাকে দেখালো।’’
আগুয়েরো বলেন, ‘যখন বার্সেলোনা মেসির প্রস্থানের সংবাদ দিলো, আমি ভাবলাম কেউ হয়তো বার্সেলোনার সোশ্যাল নেটওয়ার্ক হ্যাক করেছে। আমি ভেবেছিলাম এটা কৌতুক।’
এরপর ইবাই আগুয়েরোকে বলেন যে, এটা সত্যি। তবে আগুয়েরো তখনো বিশ্বাস করেননি, ‘আমি অপেক্ষা করছিলাম, ঘণ্টাখানেক যাওয়ার পরও পোস্টটি ছিল সেখানে।’ এরপর ঘটনার সত্যতা যাচাই করতে মেসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগও করেন আগুয়েরো।
মেসি বার্সেলোনা ত্যাগের কিছুদিন পরই ম্যানচেস্টার সিটি থেকে ন্যু-ক্যাম্পে যোগ দেন আগুয়েরো। তবে হৃদযন্ত্রের অসুস্থতার কারণে বার্সা অধ্যায় দীর্ঘ হয়নি আর্জেন্টাইন তারকা। ক্লাব এমনকি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আগুয়েরো।