ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রামগঞ্জের প্রতারক আনোয়ার ঢাকা থেকে গ্রেপ্তার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, শনিবার
mzamin

ভুয়া সঞ্চয়পত্র সৃজনের মাধ্যমে রামগঞ্জের শতাধিক গ্রাহক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক উদ্যোক্তা আনোয়ার (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে এসআই আনোয়ার ও এসআই সাব্বিরসহ সঙ্গীয় ফোর্স ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক আনোয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার রামগঞ্জ পৌরসভার নরিমপুর গ্রামের বাঁশআলা বাড়ির মৃত আবু সাইদের ছেলে।
জানা যায়, ২০১৭ইং সনে আনোয়ার উদ্যোক্তা হিসেবে রামগঞ্জ উপজেলা ডাকঘরে নিয়োগপ্রাপ্ত হয়। পরবর্তীতে ব্যাংক এশিয়ার কেন্দ্রীয় শাখার অনুমতিতে ২০২০ইং সনে তাকে ব্যাংক এশিয়ার এজেন্ট নিয়োগ দেয়া হয়। এতে গ্রাহকদের নামে সহস্রাধিক অ্যাকাউন্ট খোলে আনোয়ার। পরবর্তীতে রামগঞ্জ এবং লক্ষ্মীপুর জেলা ডাকঘরের সঞ্চয়পত্র হুবহু নকল করে ওই কপি দিয়ে সঞ্চয়পত্রের নামে একে একে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয় ৮ থেকে ১০ কোটি টাকা। পরে বিষয়টি প্রকাশ পেলে ব্যাংক এশিয়া রামগঞ্জ কৌশলে আনোয়ারের পাসপোর্ট জব্দ করে এবং ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং লক্ষ্মীপুর জেলা কর্মকর্তা নেয়ামত উল্যা ২০২৪ইং সনে আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর প্রতারক আনোয়ার গা ঢাকা দেয়। প্রতারক আনোয়ারকে গ্রেপ্তারের সংবাদে প্রতারণার শিকার শতাধিক গ্রাহক রামগঞ্জ থানা প্রাঙ্গণে এসে জড়ো হয় এবং প্রতারক আনোয়ারের বিচারের দাবিসহ তাদের টাকা ফেরত চান। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার প্রতারক আনোয়ারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status