অনলাইন
দেশের ৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হচ্ছে
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২১ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ)দেশের ৩টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনার ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং সিলেটের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের’ নামও পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসএমএমইউ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’,খুলনার নাম পরিবর্তিত হয়ে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে। ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’, সিলেট-এর নাম পরিবর্তিত হয়ে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে।
পাঠকের মতামত
অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। সবার আগে বাংলাদেশ।
আইন করে ব্যক্তির নামে সরকরী প্রতিষ্ঠানের নামকরন সব সময়ের জন্য বন্ধ করা হোক।
100 % right decesion
চিন্তা করছেন কী জমিদারী করত
২৪ এর শহীদ, আহতদের নামে নামকরণ করা হোক
গুড
সঠিক সিদ্ধান্ত।
খুব ভালো সিদ্ধান্ত।