বিবিধ
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (হোমেকশিস) বাংলাদেশ এর নতুন কমিটি গঠন
(১ মাস আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ৫:১৭ অপরাহ্ন

সভাপতি: ডা. মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক: ডা. মীর মোঃ নাঈমুল হক
গত ১১-৩-২০২৫ইং রোজ মঙ্গলবার হোমেকশিস এর সাধারণ সভায় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের ৫ম তলা নবগঠিত অধ্যক্ষ ফোরামের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. আশরাফুর রহমানের সভাপতিত্বে সারা দেশব্যাপী ৬৬টি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে হোমেকশিস এর সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়। সভাপতি: ডা. মোঃ খলিলুর রহমান (জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), সিনিয়র সহসভাপতি: ডা. সামছুজ্জোহা আলম (পঞ্চগড় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), সাধারণ সম্পাদক: ডা. মীর মোঃ নাঈমুল হক (আলহাজ্ব আব্দুল কদ্দুছ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ ), কোষাধ্যক্ষ: ডা. মামুনুর রহমান ভূঁইয়া (চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), সাংগঠনিক সম্পাদক: ডা. কাসেমুর রহমান (নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), সকলের প্রত্যাশা হোমেকশিস এর নতুন কমিটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকার আদায় নিশ্চিত করবে ও হোমিওপ্যাথির সার্বিক উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখবে। (বিজ্ঞপ্তি)