ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

নেইমারকে ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন রোনালদোর

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২২, রবিবার
mzamin

 দুই দশকের খরা কি এবার কাটবে ব্রাজিলের? নেইমারদের হাত ধরে কাতারে সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাবে সেলেসাওরা। ব্রাজিল দলে প্রতিভার অভাব নেই। তবে বিশ্বকাপজয়ী মহাতারকা রোনালদো নাজারিও ডি লিমা নেইমারকে ঘিরেই ‘হেক্সা’ জয়ের স্বপ্ন দেখছেন। ২০০২ সালে কোরিয়া-জাপানে অনুষ্ঠিত আসরে ব্রাজিলকে পঞ্চমবারের  মতো বিশ্বকাপ ট্রফি এনে দেন রোনালদো। ওই আসরের সর্বাধিক গোলদাতা মনে করেন, নেইমার যত ফিট থাকবেন ব্রাজিলের কাপ জয়ের সম্ভাবনা ততো বাড়বে। নেইমার ছাড়াও ব্রাজিল দলের বাকি ফুটবলাররা ইউরোপের শীর্ষ দলগুলোতে খেলছেন। রক্ষণ থেকে আক্রমণভাগ- সবখানেই রয়েছে মানসম্পন্ন ফুটবলার। এরপরও গত আসরে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেলেসাওরা চার বছরের মধ্যে আরো শক্তি সঞ্চয় করে মাঠে নামছে। তিতের দল জিতেছে ২০১৯ কোপা আমেরিকা শিরোপা। গত আসরেও তারা মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে কোনো ম্যাচেই হারেনি ব্রাজিল। ১৭ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা থেকে মূল পর্বের টিকিট কাটে কোচ লিওনার্দো বাচ্চি তিতের শিষ্যরা। সবমিলিয়ে এবারের বিশ্বকাপে হট ফেভারিট ব্রাজিল।  আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ব্রাজিল দল যেকোনো টুর্নামেন্টেই ফেভারিট। কারণ আমাদের প্রতিভার ছড়াছড়ি। আমার মনে হয়, নেইমার যদি শারীরিকভাবে শতভাগ ফিট থাকে এবং বিশ্বকাপের প্রতি মনোযোগী হয়, আমাদের শিরোপা জয়ের ভালো সম্ভাবনা রয়েছে।’ ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে নেইমার ছিটকে যান কলম্বিয়ান তারকা জুনিগার এক ভয়ঙ্কর ফাউলে। ইনজুরিতে ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারতো নেইমারের। রাশিয়া বিশ্বকাপের আগেও চোটে পড়েন নেইমার। পুরোপুরি ফিট না হয়েই খেলতে যান বিশ্বকাপে। এবার যেন সেরকম কিছু না ঘটে তাই আগেভাগেই সতর্ক ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। নেইমারদের বাড়তি যত্ন নেবে তারা। এমনকি ব্রাজিলের জাতীয় কংগ্রেসও বিষয়টি সিরিয়াসভাবে নিচ্ছে। ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতির দেখভাল করতে একটি কমিটি গঠন করেছে ব্রাজিলের কংগ্রেস। ব্রাজিলের আইনসভার নিম্নকক্ষের ক্রীড়া কমিটি বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে আলাদা এই কমিটি গঠন করে। যাদের কাজ হবে নেইমাররা কাতার বিশ্বকাপে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন তা তদারক করা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status