খেলা
নেইমারকে ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন রোনালদোর
স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২২, রবিবার
দুই দশকের খরা কি এবার কাটবে ব্রাজিলের? নেইমারদের হাত ধরে কাতারে সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাবে সেলেসাওরা। ব্রাজিল দলে প্রতিভার অভাব নেই। তবে বিশ্বকাপজয়ী মহাতারকা রোনালদো নাজারিও ডি লিমা নেইমারকে ঘিরেই ‘হেক্সা’ জয়ের স্বপ্ন দেখছেন। ২০০২ সালে কোরিয়া-জাপানে অনুষ্ঠিত আসরে ব্রাজিলকে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি এনে দেন রোনালদো। ওই আসরের সর্বাধিক গোলদাতা মনে করেন, নেইমার যত ফিট থাকবেন ব্রাজিলের কাপ জয়ের সম্ভাবনা ততো বাড়বে। নেইমার ছাড়াও ব্রাজিল দলের বাকি ফুটবলাররা ইউরোপের শীর্ষ দলগুলোতে খেলছেন। রক্ষণ থেকে আক্রমণভাগ- সবখানেই রয়েছে মানসম্পন্ন ফুটবলার। এরপরও গত আসরে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেলেসাওরা চার বছরের মধ্যে আরো শক্তি সঞ্চয় করে মাঠে নামছে। তিতের দল জিতেছে ২০১৯ কোপা আমেরিকা শিরোপা।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]