ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

মালয়েশিয়ার কলিং ভিসা সাময়িকভাবে স্থগিত

আশরাফুল মামুন, মালয়েশিয়া থেকে
৬ আগস্ট ২০২২, শনিবার
mzamin

কলিং ভিসার মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে মালয়েশিয়ার সরকার। আগামী ১৫ই আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত বিদেশি   কর্মী নিয়োগের নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। এর আগে গতকাল বিদেশি কর্মী নিয়োগে ঘুষ দুর্নীতির অভিযোগে কথিত সিন্ডিকেট এর মূলহোতা বেস্টিনেটের প্রধানসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন এমএসিসি বা এসপিআর এম। মূলত বিদেশি কর্মী নিয়োগের পুরাতন আইন সংশোধন করে একটি আধুনিক যথোপযুক্ত পদ্ধতি নির্ধারণ করার জন্য এই সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। আইন সংস্কারের পর আশা করা হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হবে। বর্তমান কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কার করে একটি নতুন আবেদন পদ্ধতি নির্ধারণ করে শিগগিরই তা জানিয়ে দেয়া হবে। এর আগে বিষয়টি নিয়ে যথাযথ পর্যালোচনা করা হবে। তবে ১৪ই আগস্টের মধ্যে করা আবেদনগুলো গ্রহণ করে তা ৩১শে আগস্টের মধ্যে সাবমিট সম্পন্ন করা হবে। মার্চ মাসে পার্লামেন্ট কর্তৃক গৃহীত কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২-এ মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে ৯৮ দিনে বাড়ানো, গর্ভবতী কর্মীদের বরখাস্ত করার বিধিনিষেধ, সেইসঙ্গে বিবাহিত মহিলা কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন
তবে এই গর্ভবতী ও মাতৃত্বকালীন ছুটির সুবিধা বিদেশি কর্মীদের জন্য প্রযোজ্য হবে কিনা তা পরিষ্কার করে বলা হয়নি।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status