ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

বালাগঞ্জে আরবী শিক্ষা প্রসারে যাত্রা শুরু করলো রফিনা একাডেমি

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবার

বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের গোপকানু হামিদনগর গ্রামের প্রয়াত হাজি ছাইম উল্যার নামে নামকরণ করা হাজি ছাইম উল্যা স্মৃতি কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। আরবী শিক্ষার প্রসারে এই ট্রাস্টের উদ্যোগে রফিনা একাডেমি নামে একটি ইসলামী প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। ৪ঠা আগস্ট বিকালে ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত ছাইম উল্যার ২য় পুত্র যুক্তরাজ্যস্থ কমিউনিটি নেতা আব্দুল হাই খোকন আনুষ্ঠানিকভাবে একাডেমির উদ্বোধন করেন। ছাইম উল্যার নিজ বাড়িতে প্রতিষ্ঠিত একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, শিক্ষানুরাগী ফজলুর রহমান কিনু ও আব্দুর রহমান হিরণ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, একাডেমিতে হিফজ বিভাগ ও সহি-শুদ্ধ কোরআন শিক্ষার পাশাপাশি ইসলামী ইতিহাস চর্চা ও বয়স্কদের নৈশকালীন আরবী শিক্ষা অর্জনের লক্ষ্যে পৃথক শাখা চালু করা হয়েছে। এদিকে, হাজী ছাইম উল্লা স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন ও সিনিয়র সাংবাদিক রজত দাস ভুলনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ট্রাষ্ট্রের পক্ষ থেকে আজ সাংবাদিকদের যে সম্মাননা দেয়া হয়েছে তা সত্যি প্রশংসনীয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status