বাংলারজমিন
ছাতকে অবৈধ স্থাপনা ও নার্সারি উচ্ছেদ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবার
ছাতকে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা ও কয়েকটি নার্সারি উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এসব অবৈধ স্থাপনা ও নার্সারি উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পয়েন্ট ও সড়কের আশপাশের সরকারি ভূমি দখল করে কতিপয় ব্যক্তি স্থাপনা নির্মাণসহ নার্সারি ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময় এসব ব্যবসায়ীকে নার্সারির গাছ প্রধান সড়কের উপর রেখে বেচাকেনা করতেও দেখা গেছে। ফলে প্রায়ই এখানে যানজটের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন। তিনি জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে পূর্ব রামপুর মৌজার ১০নং দাগের ২৮ শতাংশ জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছিল কিছু ব্যবসায়ী। তাদেরকে সরকারি জায়গা ছেড়ে দিতে বেশ কয়েকবার বলা হলেও তারা জায়গা ছেড়ে যাননি। অভিযান পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। এ সময় থানার ওসি (তদন্ত) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।