ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

চিতলমারীতে ৭ বছর ধরে ডেপুটেশনে শিক্ষিকা ক্লাস নিচ্ছেন দপ্তরি, এলাকাবাসীর মানববন্ধন

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
৬ আগস্ট ২০২২, শনিবারmzamin

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫৯নং কীর্ত্তনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী রানী মজুমদার গত ৭ বছর ধরে ডেপুটেশনে থাকায় ওই স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে শিক্ষকের অভাবে স্কুলের দপ্তরিকে দিয়ে ক্লাস নেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষেভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ বিষয়ে  প্রতিকার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওই স্কুলের অভিভাবক মহল। ক্ষুব্ধ এলাকাবাসী জানান, ৫৯নং কীর্ত্তনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী রানী মজুমদার নিজের ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে ২০১৫ সালে ডেপুটেশনে যান। গত ৭ বছর ধরে তিনি এলাকার বাইরে খুলনায় বসবাস করছেন। বিদ্যালয়ে না এসে প্রতিমাসে বেতন-ভাতা উত্তোলন করে নিচ্ছেন। ওই স্কুলে শিক্ষক সংকট থাকার কারণে পড়ালেখা ব্যাহত হচ্ছে। যার ফলে স্কুলের দপ্তরি মিলন কান্তি হালদারকে দিয়ে ক্লাস নেয়া হচ্ছে। ওই বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, এভাবে কোনো স্কুল চলতে পারে না।

বিজ্ঞাপন
শিক্ষকের অভাবে ছেলে-মেয়েদের ঠিকমতো ক্লাস হচ্ছে না। এ অবস্থায় শিক্ষিকা মাধুরী রানী মজুমদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে বার বার অভিযোগ দিলেও নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে বহাল তবিয়তে স্কুলে হাজিরা না দিয়ে বেতন-ভাতা তুলে নিচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষিকা জয়ন্তী রানী মুখার্জী জানান, স্কুলে এর আগে শতাধিক ছাত্র-ছাত্রী ছিল। বর্তমানে শিক্ষক সংকটের কারণে ৭৯ জনে দাঁড়িয়েছে। সহকারী শিক্ষিকা মাধুরী রানী মজুমদার ৭ বছর ধরে ডেপুটেশনে থাকার কারণে শিক্ষাকার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় শিক্ষক সংকটের কারণে স্কুলের দপ্তরিকে দিয়েও ক্লাস নেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের বার বার জানিয়েও কোনো কাজে আসছে না। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষিকা মাধুরী রানী মজুমদার তার ব্যক্তিগত প্রয়োজনে ডেপুটেশনে যান। ওই স্কুলে শিক্ষক সংকট থাকার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। শিক্ষিকা মাধুরী মজুমদার জানান, তিনি ডেপুটেশনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সেই অবেদনের অনুমোদনক্রমে তিনি ডেপুটেশনে আছেন। তবে শিগগিরই তিনি স্কুলে যোগদান করবেন বলে অভিমত দেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status