বাংলারজমিন
চিতলমারীতে ৭ বছর ধরে ডেপুটেশনে শিক্ষিকা ক্লাস নিচ্ছেন দপ্তরি, এলাকাবাসীর মানববন্ধন
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
৬ আগস্ট ২০২২, শনিবার
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫৯নং কীর্ত্তনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী রানী মজুমদার গত ৭ বছর ধরে ডেপুটেশনে থাকায় ওই স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে শিক্ষকের অভাবে স্কুলের দপ্তরিকে দিয়ে ক্লাস নেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষেভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ বিষয়ে প্রতিকার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওই স্কুলের অভিভাবক মহল। ক্ষুব্ধ এলাকাবাসী জানান, ৫৯নং কীর্ত্তনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী রানী মজুমদার নিজের ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে ২০১৫ সালে ডেপুটেশনে যান। গত ৭ বছর ধরে তিনি এলাকার বাইরে খুলনায় বসবাস করছেন। বিদ্যালয়ে না এসে প্রতিমাসে বেতন-ভাতা উত্তোলন করে নিচ্ছেন। ওই স্কুলে শিক্ষক সংকট থাকার কারণে পড়ালেখা ব্যাহত হচ্ছে। যার ফলে স্কুলের দপ্তরি মিলন কান্তি হালদারকে দিয়ে ক্লাস নেয়া হচ্ছে। ওই বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, এভাবে কোনো স্কুল চলতে পারে না।